Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলমান কার্যক্রম

২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ

বারটান আঞ্চলিক কেন্দ্র ঝিনাইদহর উদ্যোগে দেশের বিভিন্ন জেলা/উপজেলায় খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে ২৪ ব্যাচে (প্রতি ব্যাচে ৩০ জন) মোট ৭২০ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুল/মাদ্রাসা শিক্ষক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা / মাঠকর্মী, ইমাম/পুরোহিত, এনজিও কর্মী ও কিষাণ-কিষাণীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।

খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে ২৬ ব্যাচে (প্রতি ব্যাচে ৩০ জন) গার্মেন্টস/ বিদেশগামী কর্মী/ বস্তীবাসী ও অন্যান্যসহ মোট ৭৮০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

আপদকালীন (করোনা ও অন্যান্য) সময়ে অপুষ্টিজনিত সমস্যার বিষয়ে ০১ ব্যাচে (প্রতি ব্যাচে ৩০ জন) বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।

খাদ্য ও খাদ্যশস্যের পুষ্টিমান বিশ্লেষণ ও ক্ষতিকারক রাসায়নিকের প্রভাব বিষয়ে এবং খাদ্যশস্যের সংগ্রহপূর্ব ও সংগ্রহত্তোর ক্ষয় ক্ষতি হ্রাস ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে গবেষণা।

খাদ্য ও পুষ্টি বিষয়ক সচেতনামূলক ১ টি কর্মশালা/সেমিনার আয়োজন করা হবে।

১ টি কৃষি মেলা/ বৃক্ষ মেলা/ উন্নয়ন মেলায় অংশগ্রহণ করা হবে।

বারটান আঞ্চলিক কেন্দ্র, ঝিনাইদহ এর বৃক্ষরোপণ সহ অবকাঠামো নির্মাণ কাজ চলমান থাকবে।

পুষ্টি সংক্রান্ত কার্যক্রম জোরদার করার জন্য ০১ টি সংস্থা/প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।